SDLC যার পূর্ণরূপ হল Software Development Life Cycle। এর পূর্ণরূপ দেখেই একটি ধারণা নেয়া যায় যে, একটি সফটওয়্যার ডেভেলপ করতে/বানাতে আমাদের যা যা করণীয় তাই হলো SDLC।
অর্থাৎ একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে/বানাতে কিছু সুনির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হয় এই নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে সফটওয়্যার এর Development Life Cycle বলা যেতে পারে।
আরো সুনির্দিষ্ট করে যদি বলতে চাই তাহলে বিষয়টি হবে-
SDLC হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে সফটওয়্যার বানানোর আগে ও পরে বিভিন্ন কাজ করতে হয়। যেমন-প্ল্যানিং, রিকোয়ারমেন্ট কালেকশন, ডকুমেন্টেশন, ডিজাইন, বিকাশ, পরিবর্তন এবং পরীক্ষা।
SDLC এর লক্ষ্য কি?
SDLC এর লক্ষ্য হলো একটি ভালো উন্নত মানের সফটওয়্যার তৈরি করা যা গ্রাহকের প্রত্যাশা পূরণ করবে সুনির্দিষ্ট সময় ও অনুমিত খরচের মধ্যেই। অর্থাৎ এই SDLC-কে বলা যেতে পারে সফটওয়্যার এর ব্লু প্রিন্ট। অর্থাৎ
১. এটি ডেভেলপমেন্টের সময় অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করে।
২. প্রাথমিক অবস্থায় ডেভলপার খরচের পরিমাণ অনুমান করতে পারে এবং ব্যয় সংক্রান্ত ভুলের পূর্বাভাস দিতে পারে।
৩. এটি নির্ধারিত সময়ে ডেভলপারদের উন্নত মানের সফটওয়্যার ডিজাইন ও তৈরি করতে সক্ষম।
আসিফ মোস্তফা সাজিদ
সফটওয়্যার ডেভেলপার, পন্ডিত