আইটি এক্সপার্ট তৈরির জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান
সুদীর্ঘ ৭ বছরের পথ চলায় আমরা তৈরি করেছি ৭ হাজারেরও বেশি দক্ষ শিক্ষার্থী। যারা গ্রাজুয়েশন কিংবা ডিপ্লোমা কমপ্লিট করে চাকুরিজীবনে পদার্পণ করছে খুব সহজেই। প্রযুক্তি নিয়ে কাজ করার সুবাদে ২০১৬ তে আমরা BASIS এর মেম্বারশিপ পাই এবং SEIP এবং BITM এর পার্টনার হিসেবে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান করে থাকি । এই স্বল্প সময়ের মধ্যেই আমরা একাধিক জনপ্রিয় যুগোপযোগী ভার্চুয়াল কোর্স চালু করতে সক্ষম হয়েছি। যার ফলে দেশজুড়ে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রশিক্ষণ দিয়ে আইটি সেক্টরে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলেছি।
আমাদের উদ্দেশ্য
প্রযুক্তিনির্ভর বর্তমান এই সময়ে প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ কর্মীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আধুনিক, যুগোপযোগী ও মান সম্পন্ন প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও দেশের বাইরের নবীন শিক্ষার্থীদের মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক প্রযুক্তিক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই পন্ডিতের মূল উদ্দেশ্য।
আমাদের লক্ষ্য
প্রযুক্তিনির্ভর বর্তমান এই সময়ে প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ কর্মীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আধুনিক, যুগোপযোগী ও মান সম্পন্ন প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও দেশের বাইরের নবীন শিক্ষার্থীদের মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক প্রযুক্তিক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই পন্ডিতের মূল উদ্দেশ্য।
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা
একটি উন্নত দেশের মূল চালিকাশক্তি সেই দেশের শিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী। ১৮ কোটি মানুষের বাংলাদেশ এক অফুরন্ত সম্ভাবনার দেশ। এই জনসংখ্যার বেশ বড় একটি অংশ তরুন বা যুবক। এই তরুণ সম্প্রদায় কে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পন্ডিত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ২০১৫ সাল থেকে। এদেশের জ্ঞানবঞ্চিত এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের টেক-এক্সপার্ট হিসেবে গড়ে তুলে দেশের সামগ্রিক অবস্থার উন্নয়ন নিয়ে কাজ করে যাওয়া আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম অংশ।
আমরা যাদের সাথে যুক্ত আছি
BASIS
বাংলাদেশের সকল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানদের জাতীয় পর্যায়ের একক সঙ্ঘ হচ্ছে বেসিস (BASIS) যার পূর্ণ রুপ হল বাংলাদেশ এসোসিয়েশান অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস। বাংলাদেশের সফটওয়্যার খাতের প্রতিনিধিত্ব করে বেসিস। PONDIT ২০১৬ সালের ২৮ অগাস্ট বেসিসের মেম্বারশিপ অর্জন করে যা পন্ডিতের এক অন্যতম মাইলফলক।
SEIP
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতায় SEIP-skill for Employment Investments Program প্রকল্পের অধীনে শুরু হয়েছে BASIS-SEIP Tranche 3। এই প্রকল্পের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল তৈরীর লক্ষ্য নিয়ে পন্ডিতের তত্ত্বাবধানে করানো হয় SEIP Project এর ফ্রি ট্রেনিং প্রোগ্রাম।
BITM
বি আই টি এম(BITM), বেসিসের(BASIS) নিজস্ব আইটি(IT) প্রশিক্ষণ প্রতিষ্ঠান। দেশের আইটি ক্ষেত্রে দক্ষ লোকের অপ্রতুলতা দূরীকরণের উদ্দেশ্যে ২০০৭ সালে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। PONDIT বিভিন্ন সময়ে বি আই টি এম এর কোলাবোরেশনে বেশ কিছু কোর্স অফার করে থাকে।
আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট
প্রযুক্তিক্ষেত্রে প্রশিক্ষণের জন্য পন্ডিতের রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলোতে একই ধরনের কোর্সগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
৬৬+
বিগ ডাটা এন্ড ডাটা সাইন্স
১১+
ক্লাউড কম্পিউটিং
১০+
ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া
৩+
রোবটিক্স এন্ড অটোমেশন
৩+